১৯৭১ সালে সপ্তম নৌবহরকে সামলেছি, শুল্কের হুমকিও সামলাতে পারব ! ট্রাম্পকে বেনজির আক্রমণ করলেন মনীশ তেওয়ারি

কি টুইট করলেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকেই কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। আজ একটি টুইট বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি লেখেন,''ডোনাল্ড ট্রাম্প, আপনি ঘুম নষ্ট করবেন না। আপনার দেশ ১৯৭১ সালে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া থেকে আমাদের বিরত রাখতে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। আমরা সেটা প্রতিহত করেছিলাম।"

manish tewariq1.jpg

 এরপর তিনি আরও লেখেন,"জাতি হিসেবে আমাদের যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা আছে, যা আপনার এই শুল্কের হুমকিকেও প্রতিহত করতে পারে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, স্যার।"