/anm-bengali/media/media_files/2025/07/02/donald-trump-2025-07-02-21-53-42.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকেই কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। আজ একটি টুইট বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি লেখেন,''ডোনাল্ড ট্রাম্প, আপনি ঘুম নষ্ট করবেন না। আপনার দেশ ১৯৭১ সালে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া থেকে আমাদের বিরত রাখতে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। আমরা সেটা প্রতিহত করেছিলাম।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/8Ffd5IBZbB2CsVVtq8Xv.jpg)
এরপর তিনি আরও লেখেন,"জাতি হিসেবে আমাদের যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা আছে, যা আপনার এই শুল্কের হুমকিকেও প্রতিহত করতে পারে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, স্যার।"
"Don’t loose sleep on it. @realDonaldTrump. Your nation sent the seventh fleet into the Bay of Bengal in 1971 to deter us from reordering the political map of South Asia. We withstood that . We have enough resilience as a nation to withstand your Tariff threat. Thank you… pic.twitter.com/t9r6nIXsya
— Press Trust of India (@PTI_News) August 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us