সিসোদিয়ার জামিন খারিজ, তিনি দোষী জানাল সুপ্রিম কোর্ট

আপ নেতার বিরুদ্ধে আনা অভিযোগ আপাতত প্রমাণ করা গিয়েছে।

New Update
sisodia

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, আপ নেতার বিরুদ্ধে আনা অভিযোগ আপাতত প্রমাণ করা গিয়েছে। একই সাথে শীর্ষ আদালতে এদিন ভর্তসনার মুখে পড়ে এই মামলার বিচার প্রক্রিয়া। আদালত সাফ জানিয়ে দেয়, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের দাবি, ধীর গতিতে বিচার প্রক্রিয়া চললে আবারও জামিনের আবেদন করতে পারেন সিসোদিয়া।

সুপ্রিম কোর্ট এদিন নোট করে যে ৩৩৮ কোটি টাকার মানি ট্রেল স্থানান্তর সংক্রান্ত দিকগুলি অস্থায়ীভাবে প্রতিষ্ঠিত। আবগারি কেলেঙ্কারি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি। তাই এদিন তাঁর জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

 

hiren