New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ প্যারিস ২০২৪ প্যারালিম্পিকে পি১ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ শুটিং ইভেন্টে ২৩৪.৯ স্কোর করে রুপো জিতলেন মণীশ নারওয়াল। মণীশের পদক দ্বিতীয় দিনে সফল আউটের পরে ২০২৪ প্যারা গেমসে ভারতের সংখ্যা চারে নিয়ে গেল।
/anm-bengali/media/media_files/Cdx7L4ELGDAwtCuItfAt.jpg)
এর আগে অবনী লেখারা ও মোনা আগরওয়াল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ ইভেন্টে যথাক্রমে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং প্রীতি পাল মহিলাদের ১০০ মিটার টি-৩৫ অ্যাথলেটিক্স ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us