‘শরিয়তের কাছেই শপথ নেওয়া উচিত ছিল তাঁর’: মনীশ জয়সওয়াল

রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন বিজেপি সাংসদ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
waqf-board

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের মন্ত্রী হাফিজুল হাসান আনসারির মন্তব্য “প্রথমে শরিয়ত, তারপর সংবিধান”-এই বিবৃতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশীয় রাজনীতিতে। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন বিজেপি সাংসদ। 

বিজেপি সাংসদ মনীশ জয়সওয়াল এদিন এই প্রসঙ্গে বলেছেন, “তিনি সংবিধানের কাছে শপথ নেন। শরিয়তের কাছে শপথ নিয়ে তাঁর এই পদ দখল করা উচিত ছিল। যারা এই ধরণের লোকদের নির্বাচিত করেন তাদের আমি পরামর্শ দিতে চাই যে এই দেশ সংবিধানের উপর নির্ভর করে। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। যদি কোনও হিন্দু বা খ্রিস্টান বলে যে এই ব্যক্তি শরিয়ত অনুসারে কাজ করে এবং আমরা তার কথা শুনব না, তাহলে দেশে অরাজকতা দেখা দেবে। এটি একটি ধর্মনিরপেক্ষ জাতি যা সংবিধান অনুসারে চলে। কেবল সংবিধান হাতে ধরে রাখা যথেষ্ট নয়, আপনার হৃদয় ও মনেও সংবিধান থাকা দরকার। তবেই আপনি আপনার অবস্থানের যোগ্য হবেন”।