BREAKING: উচ্চ পর্যায়ের কমিটি তৈরী হল! সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BREAKING: মোদী সরকারের বড় স্টেপ! এবার জনগণনাতে "জাতি" গণনা
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়নি! মেছুয়াবাজারের ঋতুরাজ হোটেলে ১৩ জন কীভাবে মারা গেলেন
পর্যটক কম থাকার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল হামলা! পর্যটকদের কাছেই স্বীকার করেছিল জঙ্গিরা!
BREAKING: মোদীকে বিশেষ আমন্ত্রণ রাশিয়ায়!
ভারতের সঙ্গে যুদ্ধের ভয়ে কাঁটা পাকিস্তান! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
অবশেষে জামিন পেলেন চিন্ময় প্রভু! তবে জেল মুক্তি নিয়ে এখনও জটিলতা
জলের হাহাকারে ধুঁকতে শুরু করেছে পাকিস্তান! সিন্ধু জল চুক্তি স্থগিত হতেই শোকাতে শুরু করেছে চেনাব নদীর জল, স্যাটেলাইটে ধরা পড়ল ছবি
NIA-এর ব়্যাডারে এবার লস্কর জঙ্গি ফারুক আহমেদ! পহেলগাঁওয়ে হামলার সঙ্গে কীভাবে জড়িত জেনে নিন

মণিপুর হিংসা: কবে বন্ধ হবে?

মণিপুর জ্বলছে। চারিদিকে ধ্বংসলীলা চলছে। ধ্বংসের হাত থেকে বাঁচতে পারেননি স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী। আজও ঘটনার একমাস পেরিয়ে যাওয়ার পরেও কষ্ট ভুলতে পারছেন না তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
ranjan

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: তাঁর গত ৪০ বছরের বইয়ের সংগ্রহ ধ্বংস হয়ে গেছে। তাঁর ওয়াইফাই সেটসহ মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়। তাঁর শিক্ষার পরিশ্রমের অর্থ দিয়ে তিনি যে ঘর সাজিয়েছিলেন তার একাংশ অংশ ছাই হয়ে যায়। আর দুষ্কৃতীরা এসব করেছে প্রতিবাদের নামে। তিনি প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও এটি ঘটেছে।

ঘটনার প্রায় এক মাস পর, কেন্দ্রীয় পররাষ্ট্র ও শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এখনও তাঁর বই এবং মূল্যবান জিনিসপত্র হারানোর জন্য দুঃখ ভুলতে পারছেন না। ইম্ফলে তাঁর বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং এর কিছু অংশে আগুন লাগিয়ে দেওয়া হয় তাতে দুঃখিত মন্ত্রী এখনও এই ঘটনার সঙ্গে মানিয়ে উঠতে পারেননি। গত কয়েক মাস ধরে সহিংসতা এবং আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভাঙন এবং সম্প্রদায় নির্বিশেষে শান্তিপ্রিয় স্থানীয় বাসিন্দাদের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের জন্য শোরগোল হয়েছে। ঘটনা অব্যাহত থাকা সত্ত্বেও সিং পদত্যাগ করতে অস্বীকার করেছেন।