/anm-bengali/media/media_files/y4ybbQoYSGEo0CARHJHI.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার রাত থেকে মণিপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় উত্তেজনা দেখা দিয়েছে। মণিপুরের মেইতি সম্প্রদায়ের তফসিলি জাতিভুক্ত হওয়ার দাবিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। বর্তমানে মণিপুর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। এবার ভারতীয় সেনাবাহিনীর তরফে মণিপুরের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বর্তমানে মোরেহ এবং কাংপোকপিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ইম্ফল এবং চুরাচাঁদপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। ভারতীয় সেনাবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, মণিপুরে সতর্কতামূলক অতিরিক্ত সেনা মোতায়েন অব্যাহত থাকবে। অতিরিক্ত সেনাবাহিনী নাগাল্যান্ড থেকে পুনরায় মোতায়েন করা হয়েছে।
#ManipurViolence | Situation in Moreh & Kangpokpi brought under control and it is stable. All efforts underway to restore normalcy in Imphal & Churachandpur. Precautionary build-up of additional troops in Manipur to continue. Additional columns also re-deployed from Nagaland. In…
— ANI (@ANI) May 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us