মণিপুর পুলিশের বিরাট সাফল্য, দেখুন প্রমাণ

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GvBM-ceW4AAi6PQ

File Picture

নিজস্ব সংবাদদাতা: মণিপুর পুলিশের বিরাট সাফল্য। মণিপুর পুলিশ, আসাম রাইফেলস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী কর্তৃক অভিযানে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

মণিপুর পুলিশ এদিন তাদের এক্স হ্যান্ডেলে লেখে, "গত ৩ জুলাই ২০২৫ মধ্যরাত থেকে ৪ জুলাই ২০২৫ সকাল পর্যন্ত, নিরাপত্তা বাহিনী (SFs) মণিপুরের পার্বত্য জেলাগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। এই অভিযানের ফলে নিম্নলিখিত অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য যুদ্ধের মতো জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রের তালিকায় রয়েছে -  ইনসাস রাইফেল- ২১টি, একে সিরিজ- ১১টি, এসএলআর- ২৬টি, স্নাইপার- ২টি, কার্বাইন- ৩টি, পিটি 303 - ১৭টি, ৫১ এমএম মোর- ২টি, এমএ অ্যাসল্ট রাইফেল- ২টি, এম ৭৯ গ্রেন, লঞ্চার ৩ -  ১০টি। স্কোপ সহ রিলফে- ১টি, সিঙ্গেল শট ব্রিচ লোডেড- ১৮টি, সিঙ্গেল ব্যারেল বোল্ট অ্যাকশন- ১১টি, পিস্তল - ৬টি, পয়েন্ট ২২ রাইফেল- ১টি, ল্যাথোড - ২টি, সিঙ্গেল বোর - ২৫টি, পিস্তল (দেশে তৈরি)- ৩টি, মাজেল লোডেড রাইফেল- ৪টি, সিঙ্গেল বোর- ৬টি, পম্পি- ৩৮টি এবং ল্যাথোড- ১টি"।

armsani