হাসপাতালে মানিক সাহা !

উল্টোরথের দিন দুর্ঘটনায় যারা আহত হয়েছিলেন, তাঁদের সঙ্গে দেখা করতে আগরতলার জিবিপি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি মেডিক্যাল অফিসারদের সঙ্গে কথা বলেন। রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। 

author-image
Ritika Das
New Update
manik saha.jpg

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরায় উল্টোরথের দিন দুর্ঘটনায় যারা জখম হয়েছিলেন, তাঁদের দেখতে হাসপাতালে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার, উল্টোরথের দিন ত্রিপুরায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ত্রিপুরার কুমারঘাটে রথ টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের। মৃতদের মধ্যে ২টি শিশুও ছিল বলে জানা যায়। যারা জখম হয়েছেন, তাঁরা আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

যেদিন এই ঘটনা ঘটে, সেদিন হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান, যারা আহত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। কর্তব্যরত মেডিক্যাল অফিসারদের সঙ্গে কথা বলেছেন। রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। "আমি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি", বলেন মানিক সাহা।