/anm-bengali/media/media_files/tLTmTvSexshbX5jPhxrm.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অপেক্ষার মুহুর্ত শেষ। অযোধ্যায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্ম পথে চলছে তাঁর রোড শো। মোদিকে দেখার উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যে। তবে সেই উচ্ছ্বাস শুধু অযোধ্যায় রয়েছে তা কিন্তু নয়। উচ্ছ্বাসার ছবি ধরা পড়ছে সুদুর ম্যাঙ্গালুরুতেও।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম, পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে জাংশনের উদ্বোধন করবেন। একই সাথে অযোধ্যায় নতুন অমৃত ভারত ট্রেন এবং বন্দে ভারত ট্রেনের ফ্ল্যাগ অফও করবেন তিনি। একই সাথে আরও বেশ কিছু বন্দেভারত ট্রেন আজ যাত্রা শুরু করবে।
এরই মধ্যে একটি রুট হল - ম্যাঙ্গালুরু - মাদগাঁও বন্দেভারত এক্সপ্রেস। আজ সেই ট্রেনও যাত্রা শুরু করতে চলেছে। তার প্রথম যাত্রায় জুড়ে থাকার জন্য ইতিমধ্যেই ম্যাঙ্গালুরু স্টেশনে পুলিয়াত্তম নৃত্য পরিবেশন করতে শুরু করে দিয়েছে খুদেরা। অযোধ্যার আনন্দ ভেসে এসেছে ম্যাঙ্গালুরুতেও।
Mangaluru - Madgaon #VandeBharat Express is ready to roll on its maiden journey amidst a jubilant group of children performing Puliyattam.#AmritBharatTrain#AyodhyaDhampic.twitter.com/8RrnI5jXfr
— Ministry of Railways (@RailMinIndia) December 30, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us