বিদায় বেলায় আবেগপ্রবণ মানেকা গান্ধী

শেষবারের মত পুরনো সংসদে চলছে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ।

New Update
Screenshot 2023-09-19 121129.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুরনো সংসদ ভবনে চলছে বিশেষ অধিবেশন। কেননা আজই নতুন ভবন যাত্রা শুরু করছে। তার আগে শেষবারের মত পুরনো সংসদে চলছে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ মানেকা গান্ধী।

বক্তব্য রাখার সময় তিনি বলেন, “আজ ঐতিহাসিক দিন এবং আমি এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে গর্বিত। আমরা একটি নতুন ভবনে যাচ্ছি এবং আশা করি, এই বিশাল ভবনটি একটি নতুন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। লোকসভার সবচেয়ে প্রবীণ সংসদ সদস্য হিসাবে এখানে ভাষণ দেওয়ার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি আমার প্রাপ্তবয়স্ক বয়স থেকে জীবনের বেশিরভাগ সময় এই ভবনে কাটিয়েছি এবং আমি ৭ জন প্রধানমন্ত্রীকে দেখেছি আমার এই কর্মজীবনে। আমি স্বতন্ত্র সদস্য হিসাবে বেশ কয়েকটি মেয়াদ ছিলাম এবং অবশেষে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপিতে যোগদান করি। তারপর থেকে আমি বিজেপির একজন গর্বিত সদস্য রয়েছি। আর এখানে প্রতিটা মুহুর্ত খুব গুরুত্বের সাথে কাটিয়েছি। এবার একে বিদায় জানানোর সময়। আর নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আমরা আজ পা রাখব নতুন সংসদ ভবনে”।