ফিগার হতে হবে নোরা ফাতেহির মতো ! ফিটনেসের নামে স্ত্রীর ওপর চরম অত্যাচার করে ধৃত স্বামী

এ কেমন দাবি ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
child rape

নিজস্ব সংবাদদাতা : বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো শারীরিক গঠন পাওয়ার জন্য স্ত্রীকে বারবার নির্যাতন করা এবং ‘বডি শেমিং’ করার অভিযোগে উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক ব্যক্তির বিরুদ্ধে এবার মামলা দায়ের করলো উত্তর প্রদেশ পুলিশ। মূলত স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তি গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ পুলিশ। এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ACP) সালোনি আগরওয়াল জানিয়েছেন, "সম্প্রতি আমরা এক মহিলার কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে নানারকম ভাবে নির্যাতন করে চলেছে। নিজের অভিযোগে ওই অভিযোগকারিণী জানিয়েছেন যে তার স্বামী একজন শারীরিক প্রশিক্ষক (Physical Trainer)। তিনি চান যে তার স্ত্রীও যেন সবসময় ফিট থাকেন, তাই তিনি স্ত্রীকে নিয়মিত শরীরচর্চার জন্য জোর করতেন।"

r

এরপর তিনি আরও জানান,''এরপর একসময় এই বিষয়কে কেন্দ্র করেই নিজের স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন ওই ব্যক্তি। ওই ব্যক্তিকে সঙ্গত দেন তার পরিবারের সমস্ত লোকজন। নিজের স্ত্রীকে জোর করে শরীরচর্চা করতেন ওই ব্যক্তি। পাশাপাশি সবসময় ফিট রাখার জন্য সময়মতো খেতেও দিতেন না নিজের স্ত্রীকে। তিনি চাইতেন তার স্ত্রীর ফিটনেস বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো হোক। তাই এই ধরণের নির্যাতন চালাতেন তিনি।''