ভয়ঙ্কর: স্ত্রীর মাথা কেটে ঝুলিয়ে দিল বারান্দায়, ঘুরল গোটা গ্রাম!

স্বামীর চরম আচরণ স্ত্রীর সঙ্গে। স্ত্রীর মাথা কেটে বাড়ির বারান্দায় ঝুলিয়ে দেয় স্বামী। ঘটনায় চমকে উঠেছে গোটা রাজ্য।

author-image
Anusmita Bhattacharya
26 May 2023 | আপডেট করা হয়েছে 27 May 2023
ভয়ঙ্কর: স্ত্রীর মাথা কেটে ঝুলিয়ে দিল বারান্দায়, ঘুরল গোটা গ্রাম!

নিজস্ব সংবাদদাতা: গোটা গ্রাম স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে ঘুরল যুবক। তারপর সেই কাটা মাথা ঝুলিয়ে দিয়েছে বাড়ির বারান্দায়। বৃহস্পতিবারের এই ঘটনায় চমকে উঠেছে ওড়িশার গজপতি জেলা। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, মৃতার নাম উর্মিলা কৌর, অভিযুক্ত স্বামীর নাম চন্দ্রশেখর কর্জি। বৃহস্পতিবার স্বামী-স্ত্রী মাঠে চাষের কাজে যাওয়ার পর পারিবারিক কোনও বিষয়ে বচসা শুরু হয়। রাগের বশে ধারাল অস্ত্রের কোপে স্ত্রীর গলা কেটে নেয় চন্দ্রশেখর। গোটা গ্রামে স্ত্রীর কাটা মাথা হাতে করে ঘুরে বেরিয়ে সেই মাথা নিজের বাড়ির বারান্দায় ঝুলিয়ে দিয়েছে সে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কাশিনগরা থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে।