New Update
/anm-bengali/media/media_files/CbGRCv81KLzf105fIPJt.png)
নিজস্ব সংবাদদাতা: 'স্যার ওই দেখুন ওখানে পুঁতে রেখেছি বডিটা। বৌয়ের মাথা কেটে খুন করেছি'- আজব স্বীকারোক্তি (Confession) করলো 'খুনি' স্বামী। দিল্লির 'শ্রদ্ধা খুন' ঘটনার কথা মনে পড়ে গেলো সবার। তার দেখানো স্থানে গিয়ে তল্লাশি (Search Operation) চালিয়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে (Tripura Police) পুলিশ। চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় আগরতলার (Agartala) বাসিন্দারা রীতিমত চমকে উঠেছেন। স্ত্রী তনুজা বেগমকে দু টুকরো করে লোপাটের চেষ্টা করেছিল সে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us