New Update
/anm-bengali/media/media_files/1rWBWyH6OfMu8ykNxDzz.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ আসামের নগাঁও জেলায় একটি বন্য হাতির হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। নগাঁও-এর সংশ্লিষ্ট একজন বন কর্মকর্তা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নগাঁও-এর কামপুর বিভাগের বন পরিসীমা কর্মকর্তা রঞ্জিত ফুকান জানিয়েছেন, 'হাতির হামলার ফলে মৃত্যুর ঘটনায় সকাল থেকেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহত ওই যুবক নিজের দোকান খুলতে যাচ্ছিলেন সেই সময় হাতিটি আক্রমণ করে। হাতিটির পায়ের আঘাতে যুবকের মৃত্যু হয়।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us