/anm-bengali/media/media_files/KFbyVbImPpS8USjAGJzl.webp)
নিজস্ব সংবাদদাতা : মুখে বিস্ফোরক ঠেঁসে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে নিজেরই প্রেমিকাকে খুন করলেন প্রেমিক,কর্ণাটকের মাইসুরুতে আজ এমনই এক ভয়াবহ অপরাধের ঘটনা সামনে এসেছে। আজ সোমবার, ২৫শে আগস্ট এই নৃশংস হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসে। ২০ বছর বয়সী ওই তরুণীর নাম রক্ষিতা, যিনি মাইসুরুর হুনসুর তালুকের গেরাসনাহাল্লি গ্রামের বাসিন্দা। নিজের স্বামী থাকা সত্ত্বেও সিদ্ধারাজু নামের এক আত্মীয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী। রক্ষিতার স্বামী কেরালায় একজন দিনমজুরের কাজ করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
এই বিষয়ে পুলিশ জানিয়েছে, রক্ষিতা এবং সিদ্ধারাজু আজ স্থানীয় বেরিয়া গ্রামের একটি লজে উঠেছিলেন। সেখানে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে সিদ্ধারাজু কিছু বিস্ফোরক পদার্থ রক্ষিতার মুখে ঢুকিয়ে দেন এবং ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের ফলে রক্ষিতার মুখের নিচের অংশ সম্পূর্ণ উড়ে যায় এবং পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর সম্পূর্ণ বিষয়টিকে মোবাইল বিস্ফোরণের ফলে মৃত্যু বলে চালানোর চেষ্টা করে পালিয়ে যাচ্ছিল সিদ্ধারাজু। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করে। পরে ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনাটি সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us