New Update
/anm-bengali/media/media_files/tq18WpOXsYmL6ej3JTeE.jpeg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: ১০ বছরের এক কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালালো দিলখুশ জাররা নামক ২৬ বছর বয়সের যুবক। বিহারের পূর্ণিয়া জেলার ডাগারুয়া থানা এলাকায় ধর্ষণের পর (Rape) কিশোরীর গোপনাঙ্গ থেকে (Private Part) প্রবল রক্তক্ষরণ (Blood) হতে শুরু করলে সেখানে বালি ও কাদা ঢুকিয়ে দেয় ধর্ষক, এমনটাই অভিযোগ। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। দুপুর ১ টা নাগাদ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ৫-৬ বন্ধুর সঙ্গে খেলছিলো মেয়েটি। সেই সময়ে অনান্য মেয়েদের ধমক দিয়ে কিশোরীকে টেনে পাশের একটা খালে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় অভিযুক্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us