ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরে সাইবার হামলা ! গ্রেপ্তার ১

দেখুন এই মুহূর্তের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
cyber crime.jpg

নিজস্ব সংবাদদাতা : গত সপ্তাহে ইউরোপের কয়েকটি ব্যস্ততম বিমানবন্দরের সাইবার হামলার মাধ্যমে স্বয়ংক্রিয় চেক-ইন ব্যবস্থা অচল করে দেওয়ার মামলায় সঙ্গে জড়িত থাকার সন্দেহে,এবার ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) এক বিবৃতিতে জানিয়েছে যে,''কম্পিউটার অপব্যবহার আইন (Computer Misuse Act)-এর অধীনে, এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল। তবে, বর্তমানে তাকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হয়েছে।''

fraudcyber

এনসিএ (NCA)-এর ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের প্রধান পল ফোস্টার বলেন, "যদিও এই গ্রেপ্তার অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ, তবুও এই ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা চলছে।" তিনি আরও বলেন, "সাইবার অপরাধ একটি বৈশ্বিক হুমকি, যা যুক্তরাজ্যের জন্য গুরুতর বিঘ্ন ঘটিয়েই চলেছে। আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একসাথে কাজ করে, এনসিএ ব্রিটিশ জনগণের সুরক্ষার জন্য এই হুমকি কমানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।"