প্রসার ভারতীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, ধৃত ব্যক্তি

প্রসার ভারতীতে (Prasar Bharti) চাকরি (jobs) দেওয়ার নামে প্রায় ৩০০ লোককে মিথ্যা কথা বলে টাকা নেওয়ার অভিযোগে শুক্রবার পঙ্কজ গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেফতার (arrest) করল দিল্লি পুলিশের ইকনমিক অফেন্স উইং

author-image
Aniruddha Chakraborty
New Update
হচবভ

নিজস্ব সংবাদদাতাঃ প্রসার ভারতীতে (Prasar Bharti) চাকরি (jobs) দেওয়ার নামে প্রায় ৩০০ লোককে মিথ্যা কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ছিল পঙ্কজ গুপ্তা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার জেরে শুক্রবার পঙ্কজ গুপ্তাকে গ্রেফতার (arrest) করল দিল্লি পুলিশের ইকনমিক অফেন্স উইং (Delhi Police Economic Offences Wing)। ধৃতকে জেরা করে তার সঙ্গে আরও কারা আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।