New Update
/anm-bengali/media/media_files/0MAMits9kuWTYIovnKvc.png)
নিজস্ব সংবাদদাতা : আজ পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে এক ব্যক্তি লোহার রড নিয়ে, হঠাৎ করে হামলা চালিয়ে দেন সেখানে উপস্থিত থাকা সকল ভক্তদের ওপর। এই হঠাৎ করে হামলা চালানোর ফলে সেখানে উপস্থিত প্রায় পাঁচজন মানুষ আহত হয়েছেন। ওই হামলাকারী আজ মন্দিরের ভেতরে ঢুকে ভক্তদের ওপর হঠাৎ করেই হামলা করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই মারাত্মক ভাবে জখম হন এই পাঁচজন ব্যক্তি।
/anm-bengali/media/media_files/Om6OCYRNR2gMZdfRAlHa.jpg)
এরপর হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছে, ''হামলাকারীকে আটক করা হয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।'' আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Man armed with iron rod attacks devotees at Golden Temple in Amritsar-five injured pic.twitter.com/EGV66btccd
— Punjab Times (@punjabtimes) March 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us