/anm-bengali/media/media_files/6iOGsqFsuXKw0EjxpvRE.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃজি-২০ শীর্ষ সম্মেলনের জন্য রাজধানীতে সাজো সাজো রব। দেশ-বিদেশের রাষ্ট্রনেতা ও অন্য অতিথিদের জন্য সেজে উঠেছে দিল্লি। শনিবার অর্থাৎ আজ জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা অতিথিদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজধানীতে। শুক্রবার বিকেলেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে পৌঁছে তিনি চলে যান বঙ্গভবনে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ জি-২০ সম্মেলনের নৈশভোজে দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা ও হাসিনা, দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। বিভিন্ন উৎসবের মরশুমে দু’জনের মধ্যে উপহার দেওয়া-নেওয়াও চলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা এর আগে বিভিন্ন সময়ে নিজেই বলেছেন, মমতা তাঁর ছোট বোনের মতো। সেক্ষেত্রে আজ জি-২০ সম্মেলনের নৈশভোজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা করে কোনও বিষয় নিয়ে আলোচনা হয় কিনা, সেই দিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us