৪% বেড়ে গেল DA! এবার সবচেয়ে কম সবচেয়ে বেশি কত বাড়বে বেতন

৪% বেড়ে গেল DA বাড়িয়েছে মমতা সরকার। এবার সবচেয়ে কম সবচেয়ে বেশি কত বাড়বে বেতন?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
money women.jpg

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের এখন ৪৬ শতাংশ করে ডিএ দেয়। সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে এই মাত্র ৬% DA পান। শুধু কেন্দ্র সরকার নয়, এর পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ছটি রাজ্য কেন্দ্র সরকারের হারে ৪৬% DA দেয় রাজ্য।

যে সকল গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন ১৭ হাজার টাকা হলে তার বেতন আগের তুলনায় বৃদ্ধি পাবে ৬৮০ টাকা। যদিও গ্রুপ ডি কর্মীদের চাকরির বয়স এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বেতন কারো ১৭৬০০ টাকা, কারো ২২ হাজার ২০০ টাকা অথবা কারো ৩০০০০ টাকাও হয়ে থাকে। এই হিসেব অনুযায়ী গ্রুপ ডি কর্মীদের বেতন এবার ৬৮০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।