/anm-bengali/media/media_files/mH8NOFLHqCQtVgbM2cAV.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণ, তারপরই শুরু হবে নীতি আয়োগের বৈঠক। ইন্ডিয়া জোট থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন সেই বৈঠকে। গতকালই বৈঠকে যোগ দিতে দিল্লিতে উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছেছেন। যেখানে শীঘ্রই নীতি আয়োগের বৈঠক শুরু হবে। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে আজকে তাঁকে ভয়েস রেকর্ড করতে দিলে তিনি তা করবেন। কিন্তু না বলতে দিলে বৈঠক ছেড়ে তিনি বেড়িয়ে আসবেন। স্বাভাবিক ভাবেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের দিকে তাকিয়ে গোটা দেশ।
#WATCH | West Bengal CM Mamata Banerjee arrives at the Rashtrapati Bhavan Cultural Centre, New Delhi where the meeting of NITI Aayog will be held shortly. pic.twitter.com/x5z70u7Snc
— ANI (@ANI) July 27, 2024
/anm-bengali/media/media_files/g4fvwl7ZRrpVcut2R8Ca.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us