অভিষেককে রঙিন শাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা!

২৩ জুন অর্থাৎ আজ শুক্রবার পাটনায় বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একটি বড় বৈঠক হতে চলেছে। এ জন্য পাটনায় পুরোদমে প্রস্তুতি চলছে। তার মাঝেই মমতা দেখা করলেন লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সঙ্গে।

author-image
Anusmita Bhattacharya
New Update
lalumamata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিরোধীদের মেগা বৈঠকের আগেই পাটনায় হাজির হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা। লালু এবং রাবড়ি দেবীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তাঁরা। রাজনৈতিক আলোচনার পাশাপাশি খোলামেলা আড্ডাও হয় দুই ব্যক্তিত্বের মধ্যে। আলোচনায় উপস্থিত ছিলেন বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। 

সাক্ষাতের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মধুবনী প্রিন্টের শাড়ি উপহার দেন রাবড়ি দেবী। শাড়িটি নিয়ে লালুপত্নীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা। একইসঙ্গে সেই রঙিন শাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন মমতা। বলেন, 'তোর বউকে দিবি পরবে'। বহুদিন জেলে থাকার পর লালুজিকে দেখে খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন সেই কথা।