ভাইপো হারা শরদ, পাশে থাকার বার্তা মমতার

ভাইপো অজিত পাওয়ারের আচরণে ভেঙে পড়েছেন শরদ পাওয়ার। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বঙ্গে চালাচ্ছেন পঞ্চায়েত ভোটের প্রচার।

author-image
Ritika Das
New Update
mamata sharad.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নিজের ভাইপোর এমন আচরণ। দেখে দুঃখিত মহারাষ্ট্রের ‘স্ট্রং ম্যান’ শরদ পাওয়ার। রবিবার এনসিপি ছেড়ে মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছেন প্রাক্তন এনসিপি নেতা অজিত পাওয়ার। যোগ দেওয়ার পরেই রাতারাতি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তিনি। এই খবর শুনে বিস্মিত এনসিপি শিবির। এমনটা যে হবে, বোধহয় ভাবতে পারেননি শরদ পাওয়ার। 

ভাইপো অজিত পাওয়ার তাঁর কাকার সঙ্গে এমন আচরণ করলেও রাজনৈতিক মহলে জনপ্রিয় আর এক ভাইপো কিন্তু এমন নয়। নিজের দলের জন্য লড়ে যাচ্ছেন তিনি। সামনেই বঙ্গের পঞ্চায়েত ভোট। এমন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা জুড়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি।  

অজিত পাওয়ারের বিরোধী দলে যোগদানের খবর পৌঁছেছে বাংলাতেও। শরদ পাওয়ারের দুঃখের সময় তাই পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শরদ পাওয়ারকে ফোন করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। তাঁকে ভেঙে না পড়ার বার্তা দেন।