''মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসিতে ঔদ্ধত্য চরমে পৌঁছেছে''

তৃণমূলের সাংসদের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি।

author-image
Adrita
New Update
্জ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরকে নিয়ে মশকরা করেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জী।

hiren

সেই সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয় বলেছেন, " অপসংস্কৃতির জন্য কাউকে জেলে দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সমর্থিত টিএমসিতে ঔদ্ধত্য চরমে পৌঁছেছে। যদি তারা একটি সাংবিধানিক পদকে উপহাস করে, যদি তারা একজন কৃষকের ছেলেকে উপহাস করে বা যদি তারা পিছিয়ে পড়া জাতি থেকে উঠে আসা কাউকে উপহাস করে, তবে তাদের জেলে দেওয়া হবে না কিন্তু জনগণ তাদের কখনই ক্ষমা করবে না। এই 'ঘামান্ডিয়া' জোট মোদী সরকারের জনপ্রিয়তা মেনে নিতে পারছে না। "  

hiring.jpg