“আগামী নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শেষ হয়ে যাবে”

খড়গপুর থেকে দিলীপ ঘোষের আক্রমণ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-06 10.46.22 AM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখার পর পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার খড়গপুরে এক সভায় তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ আনেন এবং দাবি করেন, আগামী নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসও সিপিএম ও কংগ্রেসের মতো পরিণতির মুখে পড়বে।

দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগামী নির্বাচনের পর শেষ হয়ে যাবে। সিপিএম আর কংগ্রেসের অবস্থাই দেখুন। তারা এত দুর্নীতিগ্রস্ত যে সরকারি দফতরে অরাজকতা তৈরি হয়েছে, রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা শোচনীয়। তার ফল ভুগছে সাধারণ মানুষ।”

তিনি আরও যোগ করেন, “যেভাবে মানুষ সিপিএম আর কংগ্রেসকে শিক্ষা দিয়েছে, ঠিক সেভাবেই এবার তৃণমূল কংগ্রেসকেও একই পরিণতি ভোগ করতে হবে।”

বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে সংগঠন মজবুত করার কাজে জোর দিচ্ছে। দিলীপ ঘোষের বক্তব্য সেই রাজনৈতিক কৌশলেরই অংশ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই মন্তব্যের জবাব দেওয়া হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের তীব্র আক্রমণ রাজ্যে তৃণমূল-বিজেপি রাজনৈতিক দ্বন্দ্বকে আরও উস্কে দেবে।