New Update
/anm-bengali/media/media_files/tmO9TPVyet8wWsQZkfrr.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মুম্বাইতে অমিতাভ বচ্চনের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জলসা’য় বিগ বি এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করে মমতা বললেন, 'ওঁরাই ভারতের ১ নম্বর পরিবার'। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তিনি অমিতাভ বচ্চনকে ভারতরত্ন বলেন। এটা যদি তাঁর হাতে থাকত, তাহলে তিনি ওঁকে অনেক আগেই দিয়ে দিতেন। কিন্তু তিনি অমিতাভ বচ্চনকে জনগণের পক্ষ থেকে ভারতরত্ন উপাধি দিলেন। বুধবার অমিতাভ বচ্চনের হাতে রাখিও পরিয়ে দিয়েছেন 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us