BREAKING: অবিলম্বে পদত্যাগ করা উচিত মমতার ! এবার কসবা গণধর্ষণ কাণ্ডে গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি নেতা

কি বললেন এই হেভিওয়েট বিজেপি নেতা ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : এবার কসবা গণধর্ষণ মামলায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা গৌরব বল্লভ। তিনি বলেন,''গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক ? কেন বারবার ধর্ষণে অভিযুক্তদের নাম তৃণমূলের সদস্য হিসেবেই উঠে আসে ? এই ঘটনাতেও অভিযুক্তদের একজন, তৃণমূলের সদস্য হিসেবে চিহ্নিত হয়েছে। পশ্চিমবঙ্গে এই সবকিছুই ঘটছে যখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা।”

gaurav_vallabh_23689426_85146832.jpg

এরপর তিনি আরও বলেন,''তৃণমূল নেতারা যেভাবে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন, তা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”