ফের খেলা হবে স্লোগান তুললেন মমতা ব্যানার্জি !

ফের কেন এই স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
d

নিজস্ব সংবাদদাতা : ২০২১ এর নির্বাচনের সময়ে 'খেলা হবে' স্লোগান তুলে রাজ্য রাজনীতি মাতিয়ে দিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। অনেকেই মনে করেন যে ২০২১ এর নির্বাচনে মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলেছিল তৃণমূলের এই স্লোগান। আর এবার ২০২৬ এর নির্বাচনের আগে ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে শোনা গেল 'খেলা হবে' স্লোগান। আজ মুখ্যমন্ত্রী বলেন, ''২০২১ এ আমরা খেলা দেখিয়ে ছিলাম। ২০২৬ এ আবার আমাদের খেলা দেখাতে হবে। তবে ২০২৬ এর এই খেলাটা আরও বেশি জোরে খেলতে হবে আমাদের।'' এর পাশাপাশি তিনি বলেন, '' বিজেপিকে এই রাজ্যে হারানোর খেলাটাই ২০২৬ এ আমাদের খেলতে হবে। '' নেত্রীর মুখে পছন্দের স্লোগান শুনে যথেষ্ট উচ্ছসিত হয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।