“বাংলায় ভোট লুট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল”— অভিযোগ বিজেপি সাংসদ সাম্বিত পাত্রের

স্বপন মণ্ডলের সাক্ষাৎকারের উদ্ধৃতি টেনে সাম্বিত পাত্রের দাবি— “বাংলার গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া হয়েছে পরিকল্পিতভাবে”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-19 4.46.10 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ সাম্বিত পাত্র। তিনি দাবি করেছেন, এক সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বাংলায় ভোট লুট করেছেন।

সাম্বিত পাত্র বলেন, “বুথ-লেভেল অফিসারদের (BLO) সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, তৃণমূলের সমর্থক নন এমন ভোটারদের প্রথমেই ঘর থেকে বেরোতে বাধা দেওয়া হয়। কেউ যদি কোনোভাবে ভোটকেন্দ্রে পৌঁছান, তাকেও ভোট দিতে দেওয়া হয় না।”

তিনি আরও বলেন, “স্বপন মণ্ডলের বক্তব্য অনুযায়ী, ইভিএম মেশিনে তৃণমূল ছাড়া অন্য সব প্রার্থীর ছবি ও বোতাম কালো টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে ভোটারদের একমাত্র বিকল্প থাকে তৃণমূলের বোতাম চাপা।”

সাম্বিতের অভিযোগ, “ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষেরও বেশি ভোটে জয় কোনও প্রাকৃতিক ফল নয়। এটি হয়েছে ভোট জালিয়াতির মাধ্যমে। মৃত ভোটার, অভিবাসী ও অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ব্যবহার করে প্রক্সি ভোট দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মাধ্যমেই এই প্রক্সি ভোট সংগঠিত হয়। তাইই মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী বিশেষ নিবিড় পুনঃনিরীক্ষণ (SIR) প্রক্রিয়ার বিরোধিতা করছেন, কারণ এই প্রক্রিয়া চালু হলে জাল ভোটারদের নাম বাদ পড়বে।”