নিজস্ব সংবাদদাতা: আজ আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের জন্মদিন। সেই উপলক্ষে মল্লিকার্জুন খাড়গে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/9AswcB9xwQDd74oBJkO4.png)
তিনি বলেছেন, "রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী লালু প্রসাদ যাদব জিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি"।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Congress | INDIA | Lalu Prasad Yadav