অমৃত কাল নয়, জরুরী শিক্ষা কাল, মোদী সরকারকে কটাক্ষ খাড়গের

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি।

author-image
SWETA MITRA
New Update
modi khargee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবার আসরে নামলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘ অমৃত কাল-এর থেকেও বেশি প্রয়োজন ভারতের জন্য 'শিক্ষা কাল' জরুরী।  ২০২৪ সালে, ভারত মোদী সরকারের কাছ থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য ন্যায় নিশ্চিত করবে, কারণ 'শিক্ষা' সম্পর্কিত রিপোর্ট কার্ডটি চূড়ান্ত ব্যর্থতার সাথে চিহ্নিত করা হয়েছে!  গ্রামীণ ভারতের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ৫৬.৭ শতাংশ তৃতীয় শ্রেণির অঙ্ক করতে পারে না।  এই বয়সের ২৬.৫ শতাংশ এখনও তাদের আঞ্চলিক ভাষায় সাবলীলভাবে দ্বিতীয় শ্রেণির বই পড়তে পারে না। ১৭-১৮ বছর বয়সীদের মধ্যে ২৫ শতাংশ শিক্ষাজীবন বন্ধ করে দিয়েছে, মূলত 'আগ্রহের অভাব'-এর কারণে।‘