/anm-bengali/media/media_files/BX8EdDZmxdcFTRje9Q1o.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিনসপ্তাহধরেচলাহট্টগোলেরপরআজশেষহতেচলেছেসংসদেরবর্ষাকালীনঅধিবেশন। যদিও নতু করে বিতর্কের সৃষ্টি হয়েছে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)-র সাসপেনশনকে ঘিরে। আজ শুক্রবার রাজ্যসভায় এই নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, ‘অধীর রঞ্জন চৌধুরীকে সামান্য ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে। তিনি শুধু 'নীরব মোদী' বলেছিলেন। নীরব মানে শান্ত, চুপচাপ। আর এটুকুর জন্য আপনারা তাঁকে সাসপেন্ড করে দিলেন?’
#WATCH | LoP in Rajya Sabha Mallikarjun Kharge raises the issue of the suspension of Leader of Congress in Lok Sabha Adhir Ranjan Chowdhury; says, "...He has been suspended on a flimsy ground. He just said 'Nirav Modi'. Nirav means calm, silent. You suspend him over that?..." pic.twitter.com/La3xjqHpcD
— ANI (@ANI) August 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us