মালেগাঁও বিস্ফোরণ মামলা, প্রতিক্রিয়া দিল কংগ্রেস

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
malegaon blast

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সকল অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। এনআইএ আদালতের এই রায় প্রসঙ্গে, কংগ্রেসের সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান এদিন বলেন, "সরকারের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত। আমি জানি না অমিত শাহ তাদের দ্বারস্থ হবেন কিনা। তবে তাঁর সেটা করা উচিত। প্রমাণ আছে; কেউ না কেউ হত্যা করেছে, নিরপরাধ মানুষ মারা গেছে অথবা আহত হয়েছে। তাই তাদের শাস্তির প্রয়োজন রয়েছে"।

malegaon