BREAKING: বিপদে সবথেকে আগে ভারত সাহায্য করে ! অতীত ভুলে ভারতের ভূয়সী প্রশংসা করলেন মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী

মালদ্বীপ সফরে মোদি। ভোলবদল মালদ্বীপের।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের সঙ্গে মালদ্বীপের অটুট সম্পর্কের ভূয়সী প্রশংসা করলেন মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ। তিনি বলেন,''আমরা যখনই কোনও আন্তর্জাতিক সহায়তার জন্য ফোন করেছি, তখন ভারতই সবার আগে সাড়া দিয়েছে।  ভারতের এই সহযোগিতার পেছনে রয়েছে ভারতীয়দের উদার মন ও প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানোর আন্তরিকতা। ভারত সবসময় আমাদের দুর্দিনে পাশে থেকেছে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে, তা ওদের মানবিক উদারতার পরিচয় দেয়। সরকার বা রাজনৈতিক দল বদলালেও, ভারত-মালদ্বীপের জনগণের সম্পর্ক কখনও বদলায় না,কারণ এটা একটা শক্ত ভিত্তির উপর গড়ে উঠেছে।''

INDIA-MALDIVES