‘উন্নত ভারতের মহাযজ্ঞ চলছে দেশজুড়ে’, গোটা বিশ্বকে বিশেষ বার্তা মোদীর

১৩০০ টিরও বেশি রেলস্টেশন আধুনিকীকরণ করা হচ্ছে।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amrit bharat express (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিন্দুর-এর পর এই প্রথমবার বিকানেরের দেশনোকে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেখান থেকে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, “আজ ২৬,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে"।

modirajas

"ভারতে একটি উন্নত ভারত তৈরির লক্ষ্যে, আধুনিক পরিকাঠামো তৈরির জন্য একটি 'মহাযজ্ঞ' চলছে। আগের তুলনায় ছয় গুণ বেশি অর্থ অবকাঠামোগত কাজে ব্যয় করা হচ্ছে। আজ, ভারত তার রেল নেটওয়ার্ক আধুনিকীকরণ করছে। বন্দে ভারত, অমৃত ভারত এবং নমো ভারত ট্রেনগুলি জাতির নতুন গতি এবং অগ্রগতির প্রতীক। ব্রডগেজ ট্র্যাকে মানববিহীন রেলক্রসিং অতীতের বিষয়। একই সাথে ১৩০০ টিরও বেশি রেলস্টেশন আধুনিকীকরণ করা হচ্ছে”।