“অপ্রাপ্ত সম্পদ ফেরত পেতে সবাইকে সচেতন করুন”—অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

“অপ্রাপ্ত আর্থিক সম্পদ ফিরিয়ে পেতে জনগণকে সচেতন করুন”—‘আপকি পুঁজি আপকা অধিকার’ অভিযানের উদ্বোধনে আহ্বান নির্মলা সীতারামনের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
nirmala sitharaman lskks.jpg

File Picture



নিজস্ব সংবাদদাতা: গান্ধীনগরে ‘আপকি পুঁজি আপকা অধিকার’ অভিযানের উদ্বোধনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নাগরিকদের অপ্রাপ্ত আর্থিক সম্পদ ফেরত পাওয়ার বিষয়ে সচেতন হতে আহ্বান জানান। তিনি বলেন, “এই অভিযানের দূত হয়ে আপনার পরিচিতদের সাহায্য করুন, যেন তারা তাদের প্রাপ্য অর্থ ফেরত পান।”

অর্থমন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক, বীমা ও বিনিয়োগ সংস্থায় জমে থাকা অপ্রাপ্ত সম্পদ দাবিদারদের হাতে পৌঁছাবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।