নকশালদের বিরাট হামলা! কেঁপে গেল দেশ, শহীদ দুই জওয়ান

এনকাউন্টারের পর পাঁচ জন জওয়ানের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও এনকাউন্টার শেষ হওয়ার পর দুপুর ১২টার দিকে তিন জওয়ানকে নিরাপদে উদ্ধার করা হয়। ঝাড়খণ্ড জাগুয়ারের দুই জওয়ানকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতা দিবসের দিনেই চোখ ভিজল দেশবাসীর। এনকাউন্টার (Encounter) চলাকালীন শহীদ হলেন দুই নিরাপত্তারক্ষীপশ্চিমসিংভূমজেলারকোলহানজঙ্গলেনিরাপত্তাবাহিনীরওপরহামলাচালায়নকশালরা।এনকাউন্টারেঝাড়খণ্ড (Jharkhand) জাগুয়ারেরদুইজওয়ানশহিদহয়েছেন।টন্টোথানারতুম্বাহাকাসরজাম্বুরুযাওয়ারপথেঘটনাঘটে। আর এই ঘটনার কথা স্বীকারও করে নিয়েছেন ঝাড়খন্ডের ডিজিপি অজয় কুমার সিং। তিনি জানান, "উভয়পক্ষেরগুলিবিনিময়েরপরে, আমাদেরকাছেতথ্যরয়েছেযে কয়েকজননকশালওআহতহয়েছে। তবে আমাদেরও দুজন জওয়ান মৃত্যু বরণ করেছেন। আমাদের একজনসাবইন্সপেক্টরএবংএকজনকনস্টেবলপ্রাণহারিয়েছেন এই এনকাউন্টারে।‘