New Update
/anm-bengali/media/media_files/Viw53egkfjUvG090Rt12.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও শিরোনামে তৃণমূলসাংসদমহুয়ামৈত্র (Mahua Moitra)। তিনি আজ এক টুইট বার্তায় লিখেছেন, "সাংবিধানিকস্বাধীনতাওআইনেরশাসনলঙ্ঘনকরেবিরোধীদলেরসদস্যদেরউপরনজরদারিরগুরুতরইস্যুতেমাননীয়স্পিকারকেচিঠিলিখেছি।“ আজ বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বেশ কয়েকজন বিরোধী নেতার আইফোনে 'রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়' হামলার বিষয়ে সতর্কবার্তা পাওয়ার কথা উল্লেখ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁদের দায়িত্ব পালনে সুরক্ষা দেওয়ার অনুরোধ জানান।
Just written to Hon’ble Speaker @loksabhaspeaker on serious issue of surveillance on Opposition members in violation of Constitutional freedoms & rule of law.@MamataOfficial@abhishekaitc@AITCofficialpic.twitter.com/tqmKpgkNew
— Mahua Moitra (@MahuaMoitra) November 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us