চিঠি দিলেন মহুয়া মৈত্র! বড়সড় ইঙ্গিত

আইফোন হ্যাকিং কাণ্ডকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশে।

author-image
SWETA MITRA
New Update
za mahua.jpgza mahua.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও শিরোনামে তৃণমূলসাংসদমহুয়ামৈত্র (Mahua Moitra)। তিনি আজ এক টুইট বার্তায় লিখেছেন, "সাংবিধানিকস্বাধীনতাআইনেরশাসনলঙ্ঘনকরেবিরোধীদলেরসদস্যদেরউপরনজরদারিরগুরুতরইস্যুতেমাননীয়স্পিকারকেচিঠিলিখেছি।“ আজ বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বেশ কয়েকজন বিরোধী নেতার আইফোনে 'রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়' হামলার বিষয়ে সতর্কবার্তা পাওয়ার কথা উল্লেখ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁদের দায়িত্ব পালনে সুরক্ষা দেওয়ার অনুরোধ জানান।