সত্যিই কি মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত শুরু করল CBI?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদীয় তদন্ত শুরু করল সিবিআই এমনটাই জানা যায়। কিন্তু এবার সাংসদের এক দাবি এই নিয়ে তুলেছে নতুন প্রশ্ন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
mahuaaaa.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: লোকপাল লোকপাল আইন অনুসারে তাদের ওয়েবসাইটে কোনও রেফারেল আদেশ আপলোড করেনি এবং সিবিআই কোনও আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেনি, তথ্য দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এরপরেই সংবাদ মাধ্যমকে আক্রমণ করে সাংসদ দাবি করেন, 'সূত্র উল্লেখ করা সাংবাদিকরা মিডিয়া সার্কাস। আশা করছি ১৩০০০ কোটি টাকার আদানি কয়লা দুর্নীতি আমার জাদু করার আগেই সিবিআইয়ের প্রাথমিক তদন্তের অর্জন করবে'।