মাঙ্কি বাত শুনিনি! মোদির ‘মন কি বাত’কে কটাক্ষ মহুয়ার! এবার শাস্তি?

প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠানকে সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক বিশেষ কারণে প্রতিবাদ হিসেবে এই টুইট করেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

author-image
Anusmita Bhattacharya
New Update
mahua1

নিজস্ব সংবাদদাতা: তিনি কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ‘মন কি বাত’ শোনেননি। এবার কি তাহলে শাস্তি পেতে হবে তাঁকে? তৃণমূলের লোকসভার সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra) টুইট (Tweet) করে সেই তথ্য জানতে চাইলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানকে সরাসরি “মাঙ্কি বাত” লিখেই কটাক্ষ করেছেন তিনি।

'আমি মাঙ্কি বাত শুনিনি। একবারও না, কখনো না। আমিও কি শাস্তি পাবো? আমাকে কি এক সপ্তাহের জন্য আমার বাড়ি থেকে বের হতে নিষেধ করা হবে?', টুইট করে এই প্রশ্নই করেন মহুয়া। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান না শোনার জন্য নার্সিং পড়ুয়াদের শাস্তির মুখে পড়তে হয়েছে। মহুয়া মৈত্র সেই ঘটনার প্রতিবাদ করলেন। গত ৩০শে এপ্রিল ছিল প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্ব। চণ্ডীগড়ে পিজিআইএমইআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনেও (Nursing Education) এই অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করা হলেও ৩৬ জন পড়ুয়া আসেনি। তাদের এক সপ্তাহ হোস্টেলের বাইরে পা রাখা নিষিদ্ধ করা হয়েছে।