Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/6aU2nGk48IotwAQCArf7.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা আক্রমণের রাস্তায় গেলেন মহুয়া। সোমবার (১৬ অক্টোবর), বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, আইনজীবী তথা প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই এবং একাধিক মিডিয়া সংস্থাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ। ঘুষের অভিযোগে তাঁর মানহানি হয়েছে বলে দাবি করেছেন তিনি। রবিবার, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখে নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, নগদ এবং উপহারের বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির হয়ে সংসদে প্রশ্ন করতে রাজি হয়েছিলেন মহুয়া মৈত্র। এরপর থেকে বহু বিজেপি নেতা এই প্রসঙ্গে মহুয়ার সমালোচনা করেছেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us