বাংলো ছাড়ার নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মহুয়া, কী হবে?

স্বস্তি কি পাবেন মহুয়া মৈত্র?

author-image
SWETA MITRA
New Update
mahuaviral

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রেরডিরেক্টরেটঅফএস্টেটস (DOI) বহিষ্কৃততৃণমূলসাংসদমহুয়ামৈত্রকে১৬জানুয়ারিসরকারিবাসভবনখালিকরারজন্যনোটিশপাঠিয়েছে।এদিকেতৃণমূলকংগ্রেসনেত্রীমহুয়ামৈত্র (Mahua Moitra)দিল্লিহাইকোর্টেরদ্বারস্থহয়েছেন।আদালততারআবেদনমঞ্জুরকরেন।জানাগেছে, বৃহস্পতিবারবাশুক্রবারমহুয়ামামলারশুনানিহওয়ারসম্ভাবনারয়েছে।গতজানুয়ারিকেন্দ্রমহুয়াকেনোটিশপাঠিয়েতিনদিনেরমধ্যেবাংলোখালিকরেদিতেবলে। মহুয়া মৈত্রের উচ্ছেদ নিয়ে বড় মন্তব্য করেছেন এএসজি চেতন শর্মা। তিনি বলেন, এই পিটিশনে এখতিয়ারগত মালিকানার বিষয় রয়েছে। মূল বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। মহুয়া পুরো অযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এক্ষেত্রে এই আবেদন টিকতে পারে না।