/anm-bengali/media/media_files/WsemNVr8Y2FIqI52Bjnh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রেরডিরেক্টরেটঅফএস্টেটস (DOI) বহিষ্কৃততৃণমূলসাংসদমহুয়ামৈত্রকে১৬জানুয়ারিসরকারিবাসভবনখালিকরারজন্যনোটিশপাঠিয়েছে।এদিকেতৃণমূলকংগ্রেসনেত্রীমহুয়ামৈত্র (Mahua Moitra)দিল্লিহাইকোর্টেরদ্বারস্থহয়েছেন।আদালততারআবেদনমঞ্জুরকরেন।জানাগেছে, বৃহস্পতিবারবাশুক্রবারমহুয়ামামলারশুনানিহওয়ারসম্ভাবনারয়েছে।গত৮জানুয়ারিকেন্দ্রমহুয়াকেনোটিশপাঠিয়েতিনদিনেরমধ্যেবাংলোখালিকরেদিতেবলে। মহুয়া মৈত্রের উচ্ছেদ নিয়ে বড় মন্তব্য করেছেন এএসজি চেতন শর্মা। তিনি বলেন, এই পিটিশনে এখতিয়ারগত মালিকানার বিষয় রয়েছে। মূল বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। মহুয়া পুরো অযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এক্ষেত্রে এই আবেদন টিকতে পারে না।
TMC's Mahua Moitra eviction matter | ASG Chetan Sharma said - this petition has jurisdictional proprietary issue. The main matter is pending before the Supreme Court. She has put into question the entire disqualification. In this case, this petition can't survive. https://t.co/BFGXKWgViZ
— ANI (@ANI) January 18, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us