ছাড়তে হবে বাড়ি, ফের নোটিস মহুয়াকে

গতকালই এথিক্স কমিটির রিপোর্টে বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। আর আজই তাঁর বিরুদ্ধে আবার এক পদক্ষেপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mahuaviral

নিজস্ব সংবাদদাতা: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে সংসদ থেকে। এবার তাঁকে সরকারি বাসভবন খালি করে দেওয়ার নোটিস পাঠানো হল। সাংসদ হিসেবে যে সরকারি বাসভবন তিনি পেতেন সেটি ৩০ দিনের মধ্যে খালি করে দিতে বলা হয়েছে মহুয়াকে। এদিকে গতকালই এথিক্স কমিটির রিপোর্টে বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টে যান নেত্রী। তার পরের দিনই মহুয়াকে সরকারি বাসভবন খালি করার নির্দেশ পাঠানো হয়েছে।