Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সাংসদ পদ খোয়ানোর পরে সাংবাদিকদের সামনে রীতিমতো রণংদেহী রূপ নিয়ে আসেন মহুয়া মৈত্র। এথিক্স কমিটি থেকে শুরু করে কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেন তিনি। কেন্দ্রকে জোরাল আক্রমণ করে বললেন যে বিজেপি মহিলাদের ঘৃণা করে, নারীশক্তিকে ঘৃণা করে। ক্ষমতা সামলাতে পারে না। গোটা বিষয়টিকে যেন 'বাঙালি নারীশক্তি বনাম বিজেপির' লড়াইয়ে এনে দাঁড় করিয়ে দিলেন মহুয়া। সোজাসাপ্টা কবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের 'বোধন' কবিতার কিছু লাইন উদ্ধৃত করে বলেন, 'আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবোই'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us