'বাড়িতে সিবিআই যাবে', বহিষ্কার হতেই আশঙ্কা করলেন মহুয়া

মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট।

author-image
SWETA MITRA
New Update
mahua mp ss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সকলের আশঙ্কাই সত্যি হল, লোকসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই সাংস পদ খোয়ালেন মহুয়া মৈত্র। এদিকে এরপরেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এই বহিষ্কৃত সাংসদ। আজ মহুয়া সাংসদের বাইরে বলেন, 'কালইহয়তোবাড়িতেসিবিআইযাবে।আগামীমাসহেনস্থাকরাহবে।নারীবিদ্বেষীমনোভাবমোদীসরকারের।কথাবলারঅনুমতিনাদিয়েইএকতরফাসিদ্ধান্তনেওয়াহয়েছে।আদানিকে বাঁচাতে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে উপহার বা টাকা নেওয়ার কোনও প্রমাণ পায়নি সরকার।