New Update
/anm-bengali/media/media_files/VGjaQMkmPty7nhJrCVct.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মানহানি মামলায় টুইস্ট। পোষ্য কুকুর চুরির অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। শুনানিতে উঠল পোষ্য প্রসঙ্গ। আদালতের কাছে মহুয়া আইনজীবীর ফোন কল রেকর্ড পেশ করলেন জয় অনন্ত। আদালতের বাইরে মধ্যস্থতার চেষ্টা করলে মামলা কেন? প্রশ্ন দিল্লি হাইকোর্টের বিচারপতির। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় সিবিআইকে দেওয়া চিঠি প্রত্যাহার করলে পোষ্য কুকুর ফেরত দেওয়া হবে এমনই প্রস্তাব নাকি দিয়েছেন মহুয়ার আইনজীবী, দাবি তৃণমূল সাংসদের প্রাক্তন বন্ধুর। আগামী ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us