/anm-bengali/media/media_files/ieDBoewAK7Bc5s4yevg6.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কেটে গিয়েছে ছয় মাস। ফের একবার লোকসভায় ফিরতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে ৫৬ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। আজ সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার অধিবেশন। সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামীকাল মঙ্গলবার তিনি সাংসদ হিসেবে ফের একবার শপথ নিতে চলেছেন।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, মহুয়া মৈত্র আগেই বলেছিলেন যে তিনি ফের একবার ফিরে আসবেন ময়দানে। সাংসদ পদ খারিজ হওয়ার পরে তিনি বলেন, '' আমার বয়স এখন ৪৯ বছর। আগামী ৩০ বছর সংসদের ভিতরে-বাইরে লড়ব আমি। আমাকে ইডি বা সিবিআই দিয়ে দমিয়ে রাখা যাবে না। ''
/anm-bengali/media/post_attachments/10d9935eaca16dc0634caa00dd2eae8122fa4c721f6485111b5ac0ad2586dae3.jpg)
মহুয়া মৈত্রের কামব্যাক নিয়ে তিনি জানিয়েছেন, '' ৮ ডিসেম্বর যখন আমাকে অবৈধ ভাবে বহিষ্কার করা হয়েছিল এবং সংসদে আমাকে আমার বক্তব্য বলতেও দেওয়া হয়নি, তখন আমি সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, মাথা উঁচু করে লোকসভায় ফিরব। আমাকে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখিয়ে দমানো বা হারানো যাবে না। আমি এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমরা ২৩৪ জন এখন লোকসভায় আছি। উল্টো দিকে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় যেতে তো পারেইনি, বিভিন্ন দলের সাহায্য নিয়ে নরেন্দ্র মোদী একটি পঙ্গু সরকারের প্রধানমন্ত্রী হয়ে বসেছেন! ওঁর 'অব কি বার ৪০০ পার' স্লোগানের এই হাল দেখার পরেও উনি প্রধানমন্ত্রী কী করে হলেন, সেটাই আশ্চর্যের। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us