নিজস্ব সংবাদদাতা : চলতি আইপিএল-এ এবার এক বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। চোটের কারণে পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। আজ এই বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং।
/anm-bengali/media/media_files/c4Ojy2StsYgeLSbrNfr0.jpg)
তিনি জানান, বাকি ম্যাচগুলিতে দলের নেতৃত্বে দেবেন মহেন্দ্র সিং ধোনি। এই খবরে সিএসকে সমর্থকদের মধ্যে নতুন করে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে।