''জাতীয় ভাষার অপমান ঠিক নয়'' ! স্টালিনকে আক্রমণ করতে গিয়ে এ কি বলে ফেললেন বিজেপি নেতা

এ কি বলে ফেললেন বিজেপি নেতা ?

author-image
Debjit Biswas
New Update
UDAY SAMANT

নিজস্ব সংবাদদাতা : জাতীয় শিক্ষানীতি নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনের করা একটি মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে, হিন্দিকে জাতীয় ভাষা বলে ফেললেন মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত। তিনি বলেন, ''স্টালিনের বোঝা উচিৎ মাতৃভাষার জন্য জাতীয় ভাষাকে অপমান করা যায় না। যেমন ধরুন, হিন্দি আমাদের জাতীয় ভাষা এবং মারাঠি আমাদের মাতৃভাষা। মাতৃভাষার প্রচার করা আমাদের দায়িত্ব। কিন্তু তার জন্য জাতীয় ভাষার প্রতি অসম্মান দেখানো ঠিক নয়।"